ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টিদিনে স্নিকার্স ভালো রাখার উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৯ জুলাই ২০২৫  
বৃষ্টিদিনে স্নিকার্স ভালো রাখার উপায় জেনে নিন

ছবি: প্রতীকী

বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বলে তো ঘরে থাকার উপায় নেই। কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয়। এই সময় স্নিকার্স ব্যবহারের প্রবণতা বাড়ছে। নারী-পুরুষ উভয়ই প্রিয় অনুসঙ্গ এটি। এই অনুসঙ্গটি ভালো রাখার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন। 

ওয়াটারপ্রুফ স্প্রে
বৃষ্টিদিনে স্নিকার্স ভিজে যায়, কাদা লেগে যায়। এই সময় ওয়াটারপ্রুফ স্প্রে দিয়ে স্নিকার্স-এর যত্ন নিতে পারেন। পানি থেকে সুরক্ষিত রাখার এই প্রোডাক্ট এই সময়ে ভীষণ জরুরি।ওয়াটারপ্রুফ স্প্রে আপনার স্নিকারে দাগ পড়তে দেবে না। ৪৫০-৮০০ টাকার মধ্যে ওয়াটারপ্রুফ স্প্রে পাওয়া যায়।

আরো পড়ুন:

কুইক ড্রাই ইনসার্ট
স্নিকার্স ভালো রাখার আরেকটি উপায় হলো কুইক ড্রাই ইনসার্ট ব্যবহার করা। কুইক ড্রাই ইনসার্ট হলো ছোট ছোট প্যাড। যা স্নিকার্স-এর মধ্যে রেখে দিলে স্নিকার্স থাকবে সুরক্ষিত।

ওয়াটারপ্রুফ কভার
এখন প্রয়োজন হলো যেকোন উপায়ে স্নিকার ভালো রাখা। এই প্রয়োজনকে ফ্যাশন অনুষঙ্গ বানিয়ে ফেললে কেমন হয়? –খারাপ হয় না কিন্তু। বাজারে নানা ধরনের ওয়াটারপ্রুফ জুতার কভার পাওয়া যায়। এই কভার আপনার জুতাকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও কাজ করবে। অনলাইনে ‘শু রেইনকোট’ ও ‘ড্রাই স্টেপারস’ নামে খুঁজলেই পেয়ে যাবেন এগুলো। 

পরিষ্কার ও যত্নের রুটিন
দিন শেষে ঘরে ফিরে স্নিকার্স- জোড়া পরিষ্কার করে নিন।  নরম ধরনের একটি ব্রাশ দিয়ে ঘষলেই স্নিকার্স-এর ময়লা দূর হয়ে যাবে। তারপর প্রাকৃতিক বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। তাপ প্রয়োগ করে শুকাতে গেলে আপনার স্নিকার্স নষ্ট হয়ে যেতে পারে।

স্টোর করার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করুন

স্নিকার ভালোভাবে শুকানোর পর, সুতি কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন।  এভাবে রাখলে আর্দ্রতা থেকে রক্ষা পাবে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়