ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৬ সালে ডেটিংয়ে যেসব ট্রেন্ড থাকবে

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৯, ৪ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে ডেটিংয়ে যেসব ট্রেন্ড থাকবে

ছবি: প্রতীকী

২০২৫-এর ডেটিং ধারায় নিজ-পরিচয় এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে, অনলাইন যোগাযোগের সীমাবদ্ধতা বুঝতে চাওয়া হয়েছে এবং সম্পর্কের গুণমান উন্নত করা হয়েছে। ধীরে ধীরে রোমান্সপূর্ণ সম্পর্কে নতুনত্ব যোগ হচ্ছে। বর্তমানে প্রেমের সম্পর্কগুলোতে পুরোনো ধারণা বিবাদ সৃষ্টি করেছে। অন্যদিকে সম্পর্কের মান কতটুকু— তার ওপর নতুন আলো ফেলেছে। মানুষ নিজের পরিচয়ের প্রতি যত্নশীল হচ্ছেন।  সেক্ষেত্রে ভালবাসার সীমা নির্ধারণ এবং অনলাইনের বাইরে বাস্তব সম্পর্ক তৈরির দিকে বেশি জোর দিতে দেখা যাচ্ছে। ২০২৬ সালেও এই প্রবণতা দেখা যেতে পারে।

সম্পর্কে বিরক্তি বাড়তে না দেওয়া 
প্রেমের সম্পর্কে একটি ভাইরাল ট্রেন্ড হলো যতক্ষণ ঘৃণা না জন্মাবে ততক্ষণ রিলেশনশিপ রাখা। এই প্রজন্ম সম্পর্কে অবসাদ ও বিরক্তি বাড়তে দিতে চায় না। মনোবিজ্ঞানীরা বলেন, ‘‘সম্পর্কে অবসাদ প্রায়ই সত্য কথা বলার ভয় থেকে শুরু হয়। ’’

আরো পড়ুন:

জিপ কোডিং 
অনেকেরই অনলাইনে যোগাযোগ গড়ে উঠছে। সেক্ষেত্রে  ভৌগোলিক নৈকট্য বা ZIP কোডে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক কথায় বহু মানুষ ডিজিটাল যোগাযোগের পর ভালবাসা বাস্তবে তৈরি করার জন্য কাছাকাছি লোককে বেছে নিচ্ছেন। 

মেনকিপিং 
এটি এমন একটি প্রবণতা যেখানে সম্পর্কের অনেকটা আত্মিক ও সামাজিক দায়িত্বে একজন (সাধারণত নারী) অধিক অংশ নেয়। আর অন্যজন কম উদ্যোগী থাকে। এ রকম সম্পর্কে শেষ পর্যন্ত অনানুষ্ঠানিক ‘ইমোশনাল লোন’ ভারসাম্যহীন হয়ে যায়। এবং সম্পর্কের গভীরতা ক্ষতিগ্রস্ত হয়। 

ফ্লাডলাইটিং 
কেউ তার গভীর ব্যক্তিগত অনুভূতি খুব তাড়াতাড়ি অপরপক্ষের কাছে শেয়ার করলে তা  ফ্লাডলাইটিং হয়। কিছু সময়ও এটি সত্যিকারের সংযোগ খোঁজার উদ্দেশ্যে হলেও, অপরপক্ষকে অস্বস্তিকর ও আবেগিকভাবে চাপ দিতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন, ‘‘প্রেমের সম্পর্ক গড়ার জন্য পারস্পরিক প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ। ’’

কন্ট্রা-ডেটিং
সবশেষে, একটি ইতিবাচক প্রবণতা হচ্ছে- নিজের স্বভাবের বাইরে ডেটিং করা। যেটা এই সময়ে বেড়েছে।যারা এই ট্রেন্ডে মজেছেন তারা এমন মানুষের সাথে দেখা করছেন,  যাদের প্রতি আগে একটুও আগ্রহ ছিল না। মনোবিজ্ঞানীরা বলছেন, ‘‘এটি নতুন অভিজ্ঞতা, নিজ-স্বভাব বুঝতে সাহায্য করে।’’ 

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়