ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব শুরু ৮ নভেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:২৯, ২৫ অক্টোবর ২০২১
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব শুরু ৮ নভেম্বর

আগামী ৮ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২১।  ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এটির আয়োজন করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ক্র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।  ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, গত বছর প্রথম ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসবে ইনডোর ও আউটডোর ফরম্যাটে খেলা অনুষ্ঠিত হবে। ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট। ইনডোর গেমসে দাবা, ইন্টারন্যাশনাল ব্রিজ, কলব্রিজ ক্র্যাব কার্যালয়ে হবে। ক্যারম খেলা হবে ক্যারম ফেডারেশনে। ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পল্টন মাঠে। ইতোমধ্যে এসব টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শেষ হয়েছে। টুর্নামেন্টে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েনের প্রায় ৩০০ সদস্য  অংশগ্রহণ করবেন। 

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ওয়ালটন  হাইকেট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ক্র্যাবের ক্রীড়া উৎসবের অংশীদার হিসেবে কাজ করবে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনেও ওয়ালটন সব সময় পৃষ্ঠপোষক করে। তারই ধারাবাহিকতায় ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।

ক্র্যাব সভাপতি মিজান মালিক বলেন, ক্র্যাবের ক্রীড়া উৎসবে ওয়ালটন আমাদের পাশে দাঁড়িয়ে ক্র্যাব সদস্যদের খেলাধুলার মানোন্নয়নে ভূমিকা রেখেছে। ওয়ালটন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করছে। তেমনি ক্র্যাবের পাশেও দাঁড়ানোর কারণে আমরা কৃতজ্ঞ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন ক্র্যাবের পাশে থাকবে। 

৮ নভেম্বর সকালে জাকজমকভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী, পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

মাকসুদ/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়