ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্ঘটনা থেকে অবিশ্বাস্যভাবে সন্তানসহ প্রাণে বাঁচলেন সাংবাদিক

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১২ জুলাই ২০২২   আপডেট: ১৫:৫১, ১২ জুলাই ২০২২
দুর্ঘটনা থেকে অবিশ্বাস্যভাবে সন্তানসহ প্রাণে বাঁচলেন সাংবাদিক

দুর্ঘটনাকবলিত গাড়ি। ইনসেটে মনিরুজ্জামান উজ্জ্বল। ছবিটি তার ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পরিবারসহ প্রাণে বেঁচে গেছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জ্বল। সোমবার (১১ জুলাই) বিকেলে তার ব্যক্তিগত গাড়ির পেছনে দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মনিরুজ্জামান উজ্জ্বল তার ফেসবুকে দুর্ঘটনাকবলিত গাড়িটির যে ছবি পোস্ট করেছেন, সেটি একদম দুমড়ে-মুচড়ে গেছে।

মনিরুজ্জামান লিখেছেন, ‘হঠাৎ ভূমিকম্পের মতো গাড়িতে তীব্র ঝাঁকুনি। পেছনের সিটে বসে থাকা ছেলে-মেয়ের আর্তচিৎকার। গাড়ির গ্লাস চুরমার। সামনে ও পেছনে দুমড়ে-মুচড়ে একাকার। ঘটনার আকস্মিকতায় হতবিহবল হয়ে পেছনে তাকিয়ে দেখি ছেলে-মেয়েরা ভয়ে কাঁপছে। তখনো বিশ্বাস হচ্ছিল না যে সকলেই অক্ষত আছে।’

মনিরুজ্জামান উজ্জ্বল জানান, অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিল একজন উঠতি বয়সী তরুণ। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। গাড়ির কাগজপত্রও ঠিক নেই। অ্যাম্বুলেন্সটি আটক করে মালিককে খবর পাঠালে তিনি এসে গাড়ির অবস্থা দেখে হতবাক হয়ে যান।

এমন একজন চালকের কাছে গাড়ি তুলে দেওয়ায় মনিরুজ্জামান উজ্জ্বল ক্ষোভ প্রকাশ করেন মালিকের কাছে। মালিক যে উত্তর দিয়েছেন,তাতে ক্ষোভ আরও বেড়েছে জ্যেষ্ঠ এই সাংবাদিকের। ওই মালিকের দাবি, ‘৯০ শতাংশ অ্যাম্বুলেন্সই এভাবে চলে!’

মনিরুজ্জামান উজ্জ্বলের প্রশ্ন, ‘এসব অনিয়ম দেখার দায়িত্ব আসলে কার? সন্তানসহ আমি মারা গেলে নিছক দুর্ঘটনা বলেই কি এরা পার পেয়ে যেতো? এভাবে আর কতকাল চলবে?’

/মেয়া/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়