ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৩ মে ২০২৫   আপডেট: ২১:০৭, ২৩ মে ২০২৫
ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ৫ থেকে ১৪ জুন একটানা ১০ দিনের দীর্ঘ অবকাশ বা ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।

আরো পড়ুন:

শুক্রবার (২৩ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। কিন্তু, ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য নেয়াবের কাছে দাবি জানান নেতারা। 

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়