বাইকে কেন থ্রেড লকার ব্যবহার করবেন
মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম
বাইকে নাট-বোল্ট আলগা হয়ে যাওয়া একটা যন্ত্রণাদায়ক বিষয়। আর কোনো কারণে যদি রাস্তাতেই নাট-বোল্ট খুলে পড়ে যায় তাহলে তো কোনো কথা-ই নেই। বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, তাতে বাইকারদের অফরোডিংয়ের জন্য পাহাড়ে-পর্বতে যেতে হয় না। শহরের খানা-খন্দ সমৃদ্ধ সড়কগুলো অফরোডিংয়ের জন্য যথেষ্ঠ। এই সড়কগুলোতে নিয়মিত যাতায়াতের কারণে সহজেই বাইকের নাট-বোল্ট ঢিলা বা আলগা হয়ে যায়।
আমাদের দেশের বাইক সার্ভিস সেন্টারগুলোতে নাট-বোল্ট আলগা হলে গায়ের জোরে টাইট দিয়ে দেবে, নাটের প্যাঁচ কেটে গেলে বদলে দেবে। গায়ের জোরে টাইট দিতে গিয়ে একসময় বোল্টের প্যাঁচও কেটে যায়। তখন শুরু হয় আরেক যন্ত্রণা। মাত্র কয়েক ফোটা আঠা ব্যবহার এই যন্ত্রণা থেকে একজন বাইকারকে মুক্তি দিতে পারে। এই আঠা অবশ্য সুপার গ্লু টাইপের নয়, এর নাম হচ্ছে থ্রেড লকার। বাংলাদেশের বাইরে বাইক মেকানিকরা সার্ভিসের সময় এই থ্রেড লকার নাট-বোল্ট টাইট করতে অহরহ ব্যবহার করেন।
এবার আসেন থ্রেড লকার সম্পর্কে জানি।
থ্রেড লকার (Threadlocker) এর প্রধান কাজ হলো স্ক্রু, বোল্ট বা ফাস্টেনারগুলোকে কম্পন, শক বা প্রসারণের কারণে আলগা হওয়া, ফুটো হওয়া এবং মরিচা পড়া থেকে রক্ষা করা। এটি এক ধরনের রাসায়নিক আঠা, যা নাট-বোল্টের থ্রেডের মধ্যে লেগে থেকে শক্তিশালী বন্ধন তৈরি করে এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তা দেয়। তাহলে আমরা বলতে পারি, থ্রেড লকের মূল কাজ হচ্ছে-
আলগা হওয়া প্রতিরোধ: বাইকে কম্পনের কারণে নাট-বোল্টের ফাস্টেনারগুলো ধীরে ধীরে খুলে আসতে পারে। থ্রেড লক এই সমস্যা দূর করে।
লিক প্রতিরোধ: এটি থ্রেডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে তরল বা গ্যাস লিক হওয়া বন্ধ করে।
ক্ষয় ও মরিচা থেকে সুরক্ষা: রাসায়নিক উপাদানগুলো ফাস্টেনারকে পানি বা ক্ষয়কারী পদার্থের সংস্পর্শ থেকে বাঁচায়।
স্থায়িত্ব ও নিরাপত্তা: এটি ফাস্টেনারকে একটি স্থায়ী বা আধা-স্থায়ী বন্ধন দেয়, যা যন্ত্রপাতির আয়ু বাড়ায়।
থ্রেড লকারের প্রকারভেদ
থ্রেড লকারগুলো নিম্ন, মাঝারি এবং উচ্চ শক্তির ফর্মুলেশনে পাওয়া যায় এবং সাধারণত তাদের শক্তি অনুসারে রঙিন কোড করা হয়। বাজারে মোটামোটু দুই ধরনের বা রঙের থ্রেড লকার পাওয়া যায়-
নীল (Blue): বাইক সার্ভিস সেন্টারগুলোতে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নীল রঙের থ্রেড লকারগুলো হল মাঝারি শক্তির, যা হার্ডওয়্যারে সবচেয়ে ভালো ব্যবহার করা হয়। এটি ছোট ব্যাসের বোল্টগুলোর জন্যও সবচেয়ে ভালো। এটি সাধারণত সহজে খোলা যায় এবং সাধারণ সরঞ্জাম দিয়েই খোলা সম্ভব।
লাল (Red): এটি আরো শক্তিশালী ও স্থায়ী বন্ধন তৈরি করে এবং এটি খোলার জন্য তাপ বা বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয়। অর্থাৎ যেসব যন্ত্রাংশ সহসা খোলার পরিকল্পনা করা হয় না, সেগুলোর ক্ষেত্রে লাল রঙের লকার ব্যবহার করা হয়।
থ্রেড লকার হলো ফাস্টেনারকে সুরক্ষিত রাখার একটি কার্যকর সমাধান, যা যন্ত্রপাতির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করে। আসুন নিজের বাইকের সুরক্ষায় সার্ভিসের সময় দেশের সার্ভিস সেন্টারগুলোর মেকানিকদের থ্রেড লকার ব্যবহারের পরামর্শ দেই।
ঢাকা/শাহেদ