ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধা-১ আসনে জাপার প্রার্থী শামীম হায়দার

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধা-১ আসনে জাপার প্রার্থী শামীম হায়দার

এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ব্যারিস্টার শামীম হায়দার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছার ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট মাঠে জাতীয় পার্টি আয়োজিত  জনসভা দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রাথীর নাম ঘোষণা দেন।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গত ৩১ ডিসেম্বর নিহত হওয়ার পর এ আসনটি শূন্য হয়।

জনসভায় এরশাদ বলেন, ‘সুন্দরগঞ্জ থেকেই জাতীয় পার্টির জয়যাত্রা শুরু করতে চাই। একজন যুবক ও শিক্ষিত মানুষ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে আমি সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী করলাম। তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।’

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকার, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, ঘোষিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।



রাইজিংবিডি/গাইবান্ধা/৩০ জানুয়ারি ২০১৭/মোমেনুর রশিদ সাগর/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়