ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলে গেলেন নজরুলের পুত্রবধূ উমা কাজী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪০, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেলেন নজরুলের পুত্রবধূ উমা কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বেশকিছু দিন হাসপাতালে ছিলেন উমা কাজী।

কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে। তার বোন মিষ্টি কাজী কলকাতায় আছেন। তিনি ফিরলে বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

উমা কাজীর স্বামী কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। এরপর ঢাকার বনানীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার পরিবার।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়