ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন প্রেম-অথৈ

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ে করলেন প্রেম-অথৈ

রাজধানীর মগবাজার কমিউনিটি সেন্টার ঝলমলে আলোয় সাজানো।  কিছুক্ষণ বাদে সাজানো গাড়িতে বর বেশে এলো প্রেম।  ফিতা কেটে প্রবেশ করল কমিউনিটি সেন্টারে।  এরপর গিয়ে বসলেন নির্দিষ্ট আসনে।

এদিকে কনে সেজে স্টেজে বসে আছেন সামিয়া অথৈ।  শ’খানেক মেহমানের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হলো।  এবার পেটপূজার পালা।  বরের টেবিলে আস্ত একটা খাসির রোস্ট।  হঠাৎ বরের বাবা ঝুনা চৌধুরী উঠে জানতে চাইলেন- কে রান্না করেছে? এমন প্রশ্নে হতবাক কনে পক্ষ।  পাঠক, এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে পুষ্টি তেলের বিজ্ঞাপন।  

পুষ্টি তেলের অভিসিতে সাজানো হয়েছে এমন গল্প।  আশুতোষ সুজন পরিচালিত এই অভিসি অনলাইনে প্রচার করা হবে বলে জানা যায়।

এ প্রসঙ্গে প্রেম বলেন, ‘আশুতোষ সুজন কখনও কোন আয়োজনে কমতি রাখেন না।  এবার তার ব‌্যতিক্রম হয়নি।  একদম বিয়ে বাড়িতে যা হয় এখানেও তাই দেখানো হয়েছে।  কাজটি সুন্দর হয়েছে।  আশা করছি সবার ভালো লাগবে।’

সহযাত্রী, ঘোমটা, ইয়েস ম্যাডাম নো স্যার, জলছবি, জিরো পয়েন্ট, অহংকারসহ বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন প্রেম।  এছাড়া অসংখ্য খণ্ডনাটকে দেখা গেছে তাকে।  সামিয়া অথৈ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ। 


ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়