ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

দিনের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনের তাপমাত্রা কমতে পারে

ঢাকাসহ সারা দেশে দিনের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে দিনের তাপমাত্রা আরো কমতে পারে।’

তিনি জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গার বৃষ্টির সম্ভবনা রয়েছে। কুমিল্লা ও নোয়াখালী এলাকার কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

তিনি বলেন, ‘শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে। রংপুর বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।’

৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 



ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়