ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভালবাসা দিবসে লাল গোলাপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালবাসা দিবসে লাল গোলাপ বিতরণ

বিশ্ব ভালবাসা দিবসে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লাল গোলাপ বিতরণ করেছে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ থেকে লাল গোলাপ বিতরণ করে সংগঠনটির সদস্যরা। এরআগে তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

সমাবেশে ফাউন্ডেশনের চেয়ারম্যান এসটি শাহিন বলেন, ‘জন্মের পর থেকেই মানুষ ভালবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কিছু ভালবাসা রক্তের সম্পর্কের, কিছু ভালবাসার সৃষ্টি প্রাত্যহিক জীবনে চলতে গিয়ে। তেমনি কিছু ভালবাসা আন্তরিকতারও হয়। ভালবাসা আমাদের সহজাত মানবিক প্রবৃদ্ধি। এই ১৪ ফেব্রুয়ারি সবাই মিলে ভালবাসার নতুন সংজ্ঞা সৃষ্টি, গতানুগতিক দৃষ্টিভঙ্গি দূর করে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।’

সংগঠনটির প্রধান সমন্বয়ক রাজিব সরকার বলেন, ‘ভালবাসা দিবস মানেই সবাই মনে করেন এই ভালবাসা কেবল প্রেমিক-প্রেমিকার জন্যই। এই ধারণা পরিবর্তন করতে আমাদের এই আন্দোলন। সবার জন্য ভালবাসা নামক আন্দোলনের মাধ্যমে মানুষের এই গতানুগতিক ধারণাকে পাল্টে দেয়াই আমাদের মূল উদ্দেশ্যে।’

সংগঠনটির সদস্য শাহাদাত উল্লাহ বলেন, ‘ভালবাসা কোনো নির্দিষ্ট দিন বা ব্যক্তির জন্য নয়, সকলের জন্য। ভালবাসা সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুন সরকার রানা, চিত্রনায়িকা শাহিনুর, সংগঠনটির সমন্বয়ক সাদিকুল ইসলাম, কাজী সদরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এভারাগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন মূলত চার বছরের বেশি সময় ধরে পথশিশুদের নিয়ে কাজ করছে। জুম বাংলাদেশ স্কুল নামে পাঁচটি পথশিশুদের স্কুল পরিচালনা করছে তারা। সেখানে প্রায় তিনশত পথশিশু লেখাপড়া করে।

 

ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়