ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্থরা চাকরি পেলেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্থরা চাকরি পেলেন

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্থ আবেদনকারী ৩১ পরিবারকেই সহায়তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বেশিরভাগকে দেয়া হয়েছে চাকরি।

বৃহস্পতিবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও নিহতদের স্বজনদের পুনর্বাসনে দোকান বরাদ্দ, চাকুরি ও আর্থিক সহায়তা তুলে দেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন জানান, ‘সহায়তার অংশ হিসেবে এসব পরিবারের মধ্যে থেকে ২১ জনকে চাকরি, দুই জনকে দোকান বরাদ্দ এবং চার জনকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া উচ্চ শিক্ষিত আরো চার জনকে আগামী দুই সপ্তাহের মধ‌্যে চাকরি দেয়া হবে। ’

সাঈদ খোকন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ৩১টি পরিবার থেকে আবেদন পেয়েছিলাম। তাদের ভেতর থেকে ২১ জনকে আমরা চাকরি দিচ্ছি। অনেকে আছেন, যারা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের ছিলেন, তারা চাকরি করতে চাননি। এমন দুই জনকে দোকান বরাদ্দ দেয়া হয়েছে। চার জনের প্রত্যেককে দুই লাখ করে টাকা দিয়েছি এবং আরও চার জন উচ্চ শিক্ষিত ব্যক্তিকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দেয়া হবে। ’

তিনি আরও বলেন, ‘আমি চাইলেই একজনকে সরকারি চাকরি দিতে পারি না। এই চাকরি দিতেও আমাকে অনেক জায়গা থেকে অনুমতি নিতে হয়েছে। আর অগ্নিকাণ্ডের ঘটনার পর আমাদের অভিযান ও মনিটরিং শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই আমরা সেখান থেকে এসেছি। এরপরেও যারা আমাদের কাছে সাহায্যের জন্য এসেছেন, আমরা আমাদের সাধ্যমত করেছি। আগামীতেও কেউ আসলে আমরা চেষ্টা করব। ’

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদসহ ডিএসসিসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

**

**




ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়