ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের কারণে নিয়মিত ফ্লাইট বন্ধ হওয়ার পর ছয়টি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে নয় শতাধিক বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন। এর মধ্যে রয়েছে মার্কিন, ব্রিটিশ, জাপানি, মালয়েশিয়া, ভুটানসহ অন্যান্য দেশের নাগরিক।

এবার করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে চাইছে অস্ট্রেলিয়া সরকারও।
ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন সূত্রে জানা গেছে, দেশটির নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের  ফিরিয়ে নিতে একটি অনির্ধারিত বাণিজ্যিক উড়োজাহাজ খোঁজ করছে হাইকমিশন।

এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে বলেও হাইকমিশন সূত্র জানিয়েছে।
হাইকমিশন দেশটির নাগরিকদের বিশেষ সেই উড়োজাহাজে সিট পেতে অনলাইনে নিবন্ধন করার জন্য আহ্বান জানিয়েছে।

নিবন্ধনের লিঙ্ক :

বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশ্যে হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে,  আমরা গ্যারান্টি দিতে পারছি না কোনও ফ্লাইটের ব্যবস্থা করতে পরব কিনা। যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও নিবন্ধন করেননি তাদের হাই কমিশনের ওয়েবসাইটের লিঙ্কে ‘বাংলাদেশে অস্ট্রেলিয়ানদের নিবন্ধকরণ’ শীর্ষক ফর্মটি ডাউনলোড করে পূরণ করে এবং ইমেলে পাঠাতে বলা হয়েছে।

যদি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়, তবে  হাইকমিশন টিকিটের দাম এবং প্রস্থানের তারিখের বিস্তারিত আরও তথ্য জানাবে বলে জানিয়েছে।

 

ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়