ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাধারণ ছুটি বাড়তে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাধারণ ছুটি বাড়তে পারে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি আরেক ধাপ বাড়তে পারে।  যা আরও এক সপ্তাহ কিংবা তার বেশি সময় হতে পারে।  সেক্ষেত্রে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়তে পারে।

করোনাভাইরাসের পরিস্থিতি একেবারে শূন্যের কোঠায় না আসা পর্যন্ত, কিংবা সংক্রমণ রোধ ও মানুষের ব্যাপক মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষা না হওয়া পর্যন্ত এ ছুটি বাড়াতে পারে সরকার।  যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তবে ছুটি বাড়ানো হবে কিনা তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। এর আগে করোনাভাইরাস থেকে রক্ষায় দেশবাসীকে একমাস ধৈর্য নিয়ে বাসাবাড়িতে থাকার আহ্বান জানিয়েছিলেন সরকার প্রধান।

বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এ বিষয়ে সাংবাদিকদের জানান, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে।

এদিকে ছুটি বাড়ানো হবে কি না এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হো‌সেন জানান,  সরকা‌রি ছু‌টির বিষ‌য়ে এখন পর্যন্ত কোনো নি‌র্দেশনা নেই।  বর্তমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় প্রধানমন্ত্রী এ বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে পা‌রেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানান,  ‘এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। প্রস্তাবনাও যায়নি।  সঠিক নির্দেশনা না আসা পর্যন্ত ছুটি বাড়ানো হবে কিনা এখনই কিছু বলা যাচ্ছে না।’

সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি কাজে দিয়েছে।  জনগণও বাসাবাড়িতে অবস্থান নিয়েছেন।  সরকারের দ্বিতীয় দফায় ঘোষিত ছুটি শেষ হবে ১৪ এপ্রিল।  এ সময়ে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি রোধ করা না গেলে সেই ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। কারণ ছুটি বাড়ানো না হলে আবারো বাসাবাড়ি থেকে বেরিয়ে পড়বে মানুষ। তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। কর্মস্থলে কোলাহল, রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, অফিস আদালতে জনগণের জমায়েত ‍সৃষ্টি হবে।  এতে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা আরও কঠিন হয়ে পড়বে।  তাই পরিস্থিতি বিবেচনা করে যেকোনো সময় আরও এক সপ্তাহের ছুটির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

অন‌্যদিকে ছু‌টি‌ বাড়া‌নোর ব‌্যাপ‌া‌রে সরকা‌রের উচ্চপর্যায়ে স্বাস্থ‌্য মন্ত্রণাল‌য়ের সুপা‌রিশ পাঠানো হয়েছে ব‌লে এক‌টি  ‍সূত্র জা‌নি‌য়ে‌ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রায় সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরে দুই দফায় ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।  যা চলমান রয়েছে।


ঢাকা/নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়