রাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস
মেহেদী || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোগো
ক্যাম্পাস প্রতিবেদক
রাবি, ২২ জানুয়ারি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ঈ(সি) ও ঐ(এইচ) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। আগামী শনিবার সকাল ৯টা থেকে ঈ(সি) ইউনিটের বিজোড় রোল নম্বর এবং সকাল ১১টা থেকে ঈ(সি) ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একইদিনে দুপুর ১টা থেকে ঐ(এইচ) ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকাল সাড়ে ৩টা থেকে ঐ(এইচ) ইউনিটের জোড় রোল নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঈ(সি) ইউনিটের আসন বিন্যাস : রোল ১০০০১ থেকে ১১৮৩২ প্রথম বিজ্ঞান ভবন, ১১৮৩৩ থেকে ১৫৮১৪ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৫৮১৫ থেকে ২০৩৪৮ তৃতীয় বিজ্ঞান ভবন, ২০৩৪৯ থেকে ২২১৬৬ চতুর্থ বিজ্ঞান ভবন, ২২১৬৭ থেকে ২৬৬১৪ রবীন্দ্র কলাভবন, ২৬৬১৫ থেকে ২৮৩৮৪ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২৮৩৮৫ থেকে ৩১১৮০ শহীদুল্লাহ কলাভবন, ৩১১৮১ থেকে ৩৩৩৯৮ মমতাজ উদ্দিন কলাভবন।
ঐ(এইচ) ইউনিটের আসন বিন্যাস : রোল ১০০০১ থেকে ১১৮২৬ প্রথম বিজান ভবন, ১১৮২৭ থেকে ১৫৫৯০ দ্বিতীয় বিজ্ঞান ভবন, ১৫৫৯১ থেকে ২০০৩৪ তৃতীয় বিজ্ঞান ভবন, ২০০৩৫ থেকে ২১৮৩২ চতুর্থ বিজ্ঞান ভবন, ২১৮৩৩ থেকে ২৬১৭৪ রবীন্দ্র কলাভবন, ২৬১৭৫ থেকে ২৮৩৩৬ মততাজ উদ্দিন কলাভবন, ২৮৩৩৭ থেকে ৩০১৯৯ শহীদুল্লাহ কলাভবন।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে। ক্যাম্পাসের প্রবেশপথ ও পরীক্ষা কেন্দ্রের কাছে স্থাপিত নোটিশ বোর্ডেও টানানো থাকবে।
রাইজিংবিডি / মেহেদী / রিশিত
রাইজিংবিডি.কম