ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় প্রাণ গেলো আরও ৪০ জনের, আক্রান্ত ২৫৪৫

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় প্রাণ গেলো আরও ৪০ জনের, আক্রান্ত ২৫৪৫

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও  ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ হাজার ১৫৩ জন।

রোববার (৩১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ২২৯ জনের। ৫২টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০ জনের নমুনা।’

তিনি জানান, নিহত ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও সাতজন নারী। নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়