ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে অভিযান চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে অভিযান চলছে

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড উদ্ধারে এখনো অভিযান চলছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। নতুন করে কোনো লাশের সন্ধানও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাতেও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। এখনো আছে। তবে পানির তলদেশে থেকে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

এর আগে সোমবার (২৯ জুন) সকালে শ্যামবাজার সংলগ্ন এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বাডর্ লঞ্চটি ডুবে যায়। ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিআইডব্লিটিএ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে।

** ‘আমার স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়েছে’

** বিশেষ ব‌্যবস্থায় তোলা হবে লঞ্চটি

** লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির সদস্য বেড়ে ৭

 

** বুড়িগঙ্গায় লঞ্চডুবি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

** ডাক্তার দেখাতে এসে লাশ হলেন একই পরিবারের ৩ জন

** বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

**বুড়িগঙ্গা পাড়ে কান্না

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ আটক

**লঞ্চডুবি: নারায়ণগঞ্জ থেকে আসছে উদ্ধারকারী জাহাজ

**বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত বেড়ে ৩০

**বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার

**অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি

 

 ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়