ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের পোশাক পরা অবস্থায় ধূমপান নিষেধ

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৭ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের পোশাক পরা অবস্থায় ধূমপান নিষেধ

ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ মার্চ : ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ডিউটিতে থাকাকালীন এবং পোশাক পরা অবস্থায় পুলিশ সদস্যদের ধূমপান নিষেধ।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আইন মেনে চলুন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।’ দেশের কল্যাণের স্বার্থে এ আদেশ মেনে চলার নির্দেশ দেন তিনি।

বৃস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে জাতীয় তামাক ও মাদকবিরোধী জোট (ক্যাট)-এর এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘মাদকের সঙ্গে কোনো পুলিশের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইতিপূর্বে মাদকের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করেছে ডিএমপি। পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী সেসব কার্যক্রম সে সময় দেখানো হয়।

এদিকে মতবিনিময় সভায় ক্যাটের পক্ষ থেকে পুলিশকে দুটি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব দুটি হলো তামাক নিয়ন্ত্রণ আইন, ২০১৩ বাস্তবায়ন এবং তামাকজাতপণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা।

প্রস্তাবের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষই আইন মেনে চলে। সবাই যেন আইন মেনে চলে, সেই বিষয়ে পুলিশ কাজ করছে।

তিনি জানান, সিগারেটের সহজলভ্যতা কমিয়ে আনতে হবে এবং ভ্যাট বাড়াতে হবে। তাহলে এর ব্যবহার কমে আসবে। তবে সিগারেটের দাম বাড়ালে অনেকে রাজনৈতিক কারণ খুঁজবে। এ কারণে অনেক কিছুই করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ক্যাট সভাপতি আলী নিয়ামত, মহাসচিব আসলাম শিহির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

 

রাইজিংবিডি/জিসান/সনি/ক.কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়