তামিমের রাজসিক বিয়ে
|| রাইজিংবিডি.কম
ইয়াসিন হাসান
ঢাকা ২২ জুন : তামিমের বিয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছে অনেকের। এতোটা জাঁকজমক আজকাল তেমন আর দেখা যায় না। যেমন জৌলুস দেখা গেছে গায়ে হলুদে, বিয়ের অনুষ্ঠানে ছাড়িয়ে গেছে তারও কয়েকগুণ।
তামিমের জীবনসঙ্গিনী দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকা। মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা আয়েশা চট্টগ্রামের আগ্রাবাদের মোহাম্মদ ইয়াসিন ও মমতাজ বেগমের কনিষ্ঠা কন্যা।
তামিম তখন ‘এ’ লেভেলের ছাত্র। চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজে আয়শাকে প্রথম দেখেছিলেন । শুরুতেই প্রেমের প্রস্তাব। আয়েশার প্রত্যাখান। পিছু না হটে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে সম্পর্কের শুরু। আর বন্ধুত্বের পর ভালোবাসার জালে । আট বছরের লম্বা এই ইনিংস শেষে পরিণয়ে।
তামিম চট্টগ্রামের খান পরিবারের ছেলে। এ পরিবারের সব আয়োজনই চোখ ধাঁধানো। গত বৃহস্পতিবারও খান পরিবারে আয়োজন ছিল মেজবানের । তামিম ইকবালের দাদা সৈয়দ হোসাইন খান, দাদী হাজেরা খাতুন, বাবা মোহাম্মদ ইকবাল খান, চাচা কামাল খান ও চাচী জিনাত সুলতানা লাভলীর রুহের মাগফিরাত কামনায় এ মেজবানের আয়োজন । নগরীর লেডিস ক্লাবে আয়োজিত এ মেজবানে খাওয়ানো হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষকে।
এবার আসি তামিমের হলুদ সন্ধ্যায়।
শুক্রবার রাত ৯টা ৪০মিনিট। আমন্ত্রিত অতিথিদের চোখজোড়া বড় পর্দা থেকে চট্টগ্রাম টেনিস কমপ্লেক্সের মূল প্রবেশ দ্বারে। হাজির হয়েছেন জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবালের জীবন সঙ্গীনী হতে চলা আয়েশা সিদ্দিকী।
দৃশ্যপটে হাজির মেরুন রঙের পাঞ্জাবি পরিহিত তামিম ইকবাল খান। খান পরিবারের সবচেয়ে ছোট ছেলে। আর আয়েশাকে দেখাচ্ছিল একেবারে চিরায়ত বাঙালি বধুর মত। শাড়িজুড়ে লাল-সবুজ আর হলুদের মিশ্রণ। গায়ে হলুদের শাড়িটি কলকাতা থেকে কিনেছেন তামিম।
তামিমের পছন্দে গায়ে হলুদের মঞ্চ সাজানো হয়েছে গ্রামীণ আদলে। লাল, নীল, হলুদ ও বেগুনি রঙের ছোট ছোট ফুল দিয়ে তৈরি করা হয়েছে গ্রামীণ চেক। দূর থেকে মনে হয় পাহাড় বেয়ে নেমে পড়ছে সবুজ গাছের লতা। মঞ্চের দুই পাশে বসানো হয়েছে খেজুর ও তাল গাছের চারা।
গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারার পর শুরু হয় কাওয়ালি গানের পর্ব। অনুষ্ঠানের ইন্ডিয়ান আইডলের তোসি সাবরি ও তার ভাই কাওয়ালি পরিবেশন করেন।
ভোজনরসিক হিসেবে চট্টগ্রামবাসীর খ্যাতি আছে দেশজুড়ে। চাটগাঁও’র এ আলোচিত বিয়ের রান্নার অর্ডার পেয়েছেন ঢাকার ইকবাল বাবুর্চি। কাচ্চি বিরিয়ানিসহ দশ পদের আইটেম ছিল হলুদের খাবার মেন্যুতে।
তামিমের মা নুসরাত ইকবাল হলুদ সন্ধ্যায় বলেন, ‘আমি খুবই খুশী। আমার ছোট ছেলের বিয়েতে পুরো পরিবার খুশী। ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করছে।’
তামিম আর আয়েশার এ পথচলায় শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য ফারুক আহমেদ, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ হোসেন পাইলট, হাবিবুল বাশার সুমনরা। ছিলেন জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
হলুদ আয়োজনের আগে দুপুরে এই দম্পতির আকদ (কাবিন) সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রামের ধনিয়া লালপাড়ার বায়তুস সরফ মসজিদে আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ের কাবিন ধরা হয় ৫০ লাখ টাকা।
টেনিস কমপ্লেক্সে আজ রাতে গাটছাড়া বাঁধতে যাচ্ছেন তামিম-আয়েশা। হরেক রকমের বাতিতে সাজানো হয়েছে কাজীর দেউরির তামিমদের পাঁচতলা বাড়িতে। এ বাড়িতেই আট বছরের প্রেমিকাকে বধুবেশে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলতে যাচ্ছেন হাজারো তরুণীর প্রিয় মুখ তামিম।
রাজসিক এ বিয়ের খরচ ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। তামিমের মা নুসরাত ইকবাল পুত্রবধুকে দিচ্ছেন ৫০ ভরি স্বর্ণালংকার। স্বর্ণালংকার পুরোটাই দুবাই থেকে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার সদস্যরা।
হবু স্ত্রীর জন্য কেনাকাটা করেছেন তামিম নিজেই। মুম্বাইয়ের ডিজাইনারের থেকে অর্ডার করে শাড়ি বানিয়ে এনেছেন। দাম কমপক্ষে দু’লাখ টাকার ওপরে।
আয়েশাকে বধু বেশে সাজানোর জন্যে দিল্লী থেকে বিউটিশিয়ান আনা হয়েছে বলে জানাচ্ছেন অনেকে। শুধুমাত্র বিয়ে এবং ২৭ জুনের সংবর্ধনা অনুষ্ঠানের জন্যে মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়েছে প্রফেশনাল ফটোগ্রাফার।
ক্রীড়াজগতের আলোচিত এ বিয়েতে দাওয়াত দেয়া হয়েছে প্রায় চার হাজার অতিথিকে। বিয়ের আনুষ্ঠনিকতার পর বউকে নিজের বিএমডাব্লিউতে চড়িয়ে কাজীর দেউরির খান বাড়িতে নিয়ে আসবে তামিম।
বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে চট্টগ্রামের মেয়র, সাবেক মেয়র, এমপি সহ বিভিন্ন মহলের উর্ধ্বতন কর্মকর্তাদের। বিয়ে উপলক্ষে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানালেন চট্টগ্রামের মেট্টোপলিটন পুলিশ কমিশনার।
তামিম ইকবালের ফুফা ও বিসিবির সাবেক পরিচালক আলমগীর মো. সিরাজুদ্দীন বলেন রাইজিংবিডিকে বলেন, বিয়ের উৎসবকে বর্ণিল ও বর্ণাঢ্য করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ের আপ্যায়নের জন্যে ইকবাল বাবুর্চিতেই অর্ডার দেয়া হয়েছে। বিয়ের আপ্যায়নে খাবারের মেন্যুতে রয়েছে ১৫ রকমের খাবার।
এদিকে তামিমের চাচা ও জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক আকরাম খান রাইজিংবিডিকে বলেন, ‘আজ ইকবাল ভাইকে খুব মনে পড়ছে। ভাইয়া আমাদেরকে মানুষ করেছেন। আমরাও চেষ্টা করেছি, ভাতিজার বিয়েতে যাতে কোনো ধরণের ত্রুটি না হয়।’
বিবাহত্তোর সংবর্ধনা
২৭ জুন ঢাকার আর্মি গলফ ক্লাবে বিয়ে উত্তর সংবর্ধনার আয়োজন করেছে খান পরিবার। সংবর্ধনার এই আয়োজনের জন্যে তামিম ও আয়েশার কেনাকাটা করা হয়েছে দুবাই থেকে। এখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সহ মন্ত্রীবর্গ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিমন্ত্রণ করা হয়েছে।
খান পরিবার সূত্র জানিয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে ১০,০০০ অতিথি নিমন্ত্রণ করা হয়েছে। জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় বৌভাত অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়াও বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী, মডেল এবং মিডিয়া ব্যাক্তিবর্গকে এরইমধ্যেই দাওয়াত পত্র পৌছে দেয়া হয়েছে।
রাইজিংবিডি/ইএইচ/শামটি/এলএ
রাইজিংবিডি.কম