ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো বিয়ের পিঁড়িতে অভিনেত্রী রুমানা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো বিয়ের পিঁড়িতে অভিনেত্রী রুমানা

রুমানা

বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনেত্রী রুমানা খান তৃতীয় বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে ঢাকার ছেলে মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এরই মধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের কাছে পৌঁছেছে দুই পক্ষের আমন্ত্রণ পত্র।

আগামী ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে ৬ আগস্টে তাদের গায়ে হলুদ দেয়া হবে বলে জানা যায়। রুমানার গয়না তৈরি করা হয়েছে ঢাকায়।

এটি রুমানার তৃতীয় বিয়ে আর অন্য দিকে তার হবু বর এলিনের দ্বিতীয় বিয়ে। রুমানা এর আগে প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও ধীরে তাদের মাঝে সম্পর্কে তিক্ততা শুরু হয়।  

এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছরখানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হলে এক পর্যায়ে দু`জন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৫/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়