ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনিসুল হকের জ্ঞান ফিরতে আরো সময় লাগবে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনিসুল হকের জ্ঞান ফিরতে আরো সময় লাগবে

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার জ্ঞান ফিরতে আরো সময় লাগবে। কতদিন লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মঙ্গলবার মেয়রের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান বলেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা তাকে জাগাচ্ছেন না। ঘুমের অবস্থায়  চিকিৎসা চলছে। চিকিৎসকরা ধীরে ধীরে এগোচ্ছেন। জ্ঞান ফিরতে কতদিন লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এর আগে মিজানুর রহমান জানিয়েছেন, মেয়র মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত। গত ১৩ আগস্ট তিনি (মেয়র) লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত দুইমাস ধরে আনিসুল হক এ রোগে ভুগছেন। শুরু থেকেই দেশে ডাক্তার দেখিয়েছেন। তারা রোগ নির্ণয় করতে পারেননি। গত ২৮ জুলাই পারিবারিক কাজে তিনি লন্ডনে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়