ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

দ্রুত একক নিয়োগের দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ১৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্রুত একক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক : পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তম ব্যাচের দ্রুত একক নিয়োগের দাবি জানিয়েছেন ঢাকা জেলায় ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৫ সালে নতুন বিধিমালা প্রনয়ণ করে; যা মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য খুবই কার্যকরী পদক্ষেপ। তারই আলোকে ২০১৬ সালে প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিপত্র প্রকাশ করে। সেই পরিপত্রের ধারাবাহিকতায় আমরা অংশগ্রহণ করে পর্যায়ক্রমে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমরা কর্তৃপক্ষের সেই পরিপত্র ও গেজেটের বাস্তবায়নের কোনো নির্দেশনা দেখতে পাচ্ছি না। যে কারণে আমরা চরম হতাশায় রয়েছি।

তারা বলেন, শূন্য আসনের বিপরীতে আমাদের টিকানো হয়েছে। আর এনটিআরসির পরিপত্র ও গেজেটেও বলা ছিল শূন্য আসনের বিপরীতে প্রার্থীদের টিকানো হবে, যা পরিপত্রের ১০ নম্বর অনুচ্ছেদের (ঝ) এ উল্লেখ আছে। তাই পরিপত্র ও গেজেট বাস্তবায়নে আমরা নিয়োগ পাওয়ার দাবিদার।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা জেলায় ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/সাওন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়