ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

অব্যয়িত অর্থ ব্যয় করতে তাঁবু কিনছে মন্ত্রণালয়

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অব্যয়িত অর্থ ব্যয় করতে তাঁবু কিনছে মন্ত্রণালয়

কেএমএ হাসনাত : অব্যয়িত অর্থ ব্যয় করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আরো প্রায় ৬১ কোটি টাকার তাঁবু কেনার উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব আগামী বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে দুর্যোগকালীন চাহিদা মেটাতে মন্ত্রণালয়টি প্রায় সাড়ে ১৯ কোটি টাকার তাঁবু সংগ্রহ করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তাঁবু ও অন্যান্য সরঞ্জাম খাতে ৮০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ থেকে ২০১৬-১৭ অর্থবছরের ক্রয়কৃত তাঁবুর ১৯ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার তাঁবুর বিল পরিশোধ করা হয়েছে। বর্তমানে এ খাতে ৬০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা অব্যয়িত রয়েছে।

সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থ বছরে তাঁবু ক্রয়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাজেটে বরাদ্দকৃত অর্থ দিয়ে তিনটি সমলটে দরপত্রের মাধ্যমে তাঁবু ক্রয়ের জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এবং তাতে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, প্রশাসনিক অনুমোদনের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লটের প্রত্যেকটি লটে ২০ কোটি ১৭ লাখ ১২ হাজার ১৬৫ টাকার দরপত্র আহ্বান করা হয়। এসব দরপত্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইএমইডি, সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিটের ওয়েবসাইটসহ বেশ কটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। দরপত্র মূল্যায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি সুপারিশ কমিটি গঠন করা হয়।

সূত্র জানায়, কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম লটে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, দ্বিতীয় লটে জেএসএম করপোরেশন এবং তৃতীয় লটে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি নামের প্রতিষ্ঠান দুই হাজার ৪৮২ পিস করে মোট সাত হাজার ৪৪৮টি তাঁবু সরবরাহ করবে। প্রতিটি তাঁবুর দাম ৮০ হাজার ৫৫০ টাকা হিসেবে ব্যয় হবে ৫৯ কোটি ৯৮ লাখ ১২ হাজার টাকা। 




রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়