ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট কেন্দ্র কমেছে, ভোট কক্ষ বেড়েছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট কেন্দ্র কমেছে, ভোট কক্ষ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ১০টি আঞ্চলিক কার্যালয় তাদের চূড়ান্ত ভোট কেন্দ্র ও ভোট কক্ষের তালিকা পাঠিয়েছে ইসিতে।

এই তালিকা অনুযায়ী মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৯৯টি এবং ভোট কক্ষ ২ লাখ ৬ হাজার ৫৪০টি।

এর আগে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ আগস্ট সারা দেশে ভোট কেন্দ্র ও ভোট কক্ষের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী ভোট কেন্দ্র ছিল ৪০ হাজার ৬৫৭টি এবং ভোট কক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৪১৬টি।

খসড়া তালিকার সঙ্গে আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো তালিকার তুলনা করলে ভোট কেন্দ্রের সংখ্যা কমেছে এবং ভোট কক্ষের সংখ্যা বেড়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা কমেছে ৪৫৮টি এবং ভোট কক্ষের সংখ্যা বেড়েছে ৮৭৬টি।

মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায়, গতকাল ১০ সেপ্টেম্বর ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাশেম স্বাক্ষরিত একটি তালিকা করা হয়েছে। ওই তালিকা সূত্রে এসব তথ্য জানা গেছে।

আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এসব ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যার পরিবর্তন হতে পারে। তাদের পাঠানো তালিকা যাচাই-বাছাই করে একাদশ জাতীয় নির্বাচনের ২৫ দিন আগে চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করবে কমিশন।

৩০ অক্টোবরের পর যেকোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর কোনো ভোট কেন্দ্র কোনো প্রার্থীর বাড়ির কাছে অথবা প্রভাব বলয়ের মধ্যে পড়েছে বলে কোনো প্রার্থীর কাছে প্রতীয়মান হলে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে অভিযোগের যথার্থতা নিশ্চিত করে প্রতিবেদন দাখিল করলে নির্বাচন কমিশন তা পরিবর্তন করে দিতে পারে।

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘জাতীয় নির্বাচনের ২৫ দিন আগে গেজেট আকারে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/হাসিবুল/শাহনেওয়াজ 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়