ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার কিউলেক্স মশা নিধনে নামবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার কিউলেক্স মশা নিধনে নামবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)  এবার কিউলেক্স মশা নিধনে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এ কথা  জানিয়েছেন।

মেয়র জানান, তিনি নিজেই এ কাজে নেতৃত্ব দেবেন। এ ছাড়া তৈরি করবেন এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা পর্ষদ।

বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘‘গত ৭ অক্টোবর থেকে দুইজন কীটতত্ববিদ ও ১০ জন শিক্ষানবিশ কীটতত্ববিদ নিয়ে ডিএনসিসি আওতাধীন ৬৩৫টি স্থানে কিউলেক্স নিয়ে সার্ভে করি। তার প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করি। সেগুলো কতটুকু ফলপ্রসূ হল তা যাচাইয়ে ২০ অক্টোবর আবার পুনরায় সার্ভে করা হয়। ইতিবাচক ফলাফল আসে। তাই আজ থেকে দুই সপ্তাহব্যাপী 'বিশেষ কর্মসূচি' গ্রহণ করে আমরা এখন এডিস মশার পাশাপশি কিউলেক্স মশা নিধনে কাজ করব।’’

মেয়র বলেন, ‘আমাদের এ কার্যক্রমের জন্য ২৭০ জন কর্মীর পাশাপশি আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রতি ওয়ার্ডে ৩০ জন করে এক হাজার ৬২০ জন কর্মী কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডে ১০ জন মশা নিধন কার্যক্রমে থাকবেন। আর বাকি ২০ জন পাঁচটি গ্রুপে ৪ জন করে বিভক্ত হয়ে মশার প্রজনন বা উৎপত্তিস্থল ধ্বংস করবে।’

সংবাদ সম্মেলনে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মেয়র।

সার্ভে প্রতিবেদনের বরাত দিয়ে মেয়র বলেন, ‘ডিএনসিসির ৫, ১১, ১৭, ২০, ২৮, ৩১, ৩২, ৩৩  নম্বর ওয়ার্ড কিউলেক্স মশার ঝুঁকিতে রয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন প্রমুখ।

 

ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়