ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

পুলিশের মহানুভবতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের মহানুভবতা

ছবি- শাহীন ভূঁইয়া

বৃহস্পতিবার দুপুর একটা।  যাত্রাবাড়ী মোড়। বৃদ্ধ দম্পতি গন্তব্যে যাওয়ার জন্য যানবাহন খুঁজছেন।

গাড়ির অপেক্ষায় এক সময় হাঁপিয়ে ওঠেন তারা। আশপাশে লোক থাকলেও সহযোগিতা করছেন না কেউ।  কিন্তু এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিল পুলিশ।

সরেজমিন দেখা যায়, ওই দম্পতি যাত্রাবাড়ী মোড়ে কোনও মতে এসে দাঁড়ান।  উদ্দেশ্য নারায়ণগঞ্জ।  এরই মধ্যে তারা রাস্তায় পড়ে যাচ্ছিলেন।  এ সময় দায়িত্বরত যাত্রাবাড়ী থানার ওসিসহ অন্যরা এগিয়ে আসেন।  তাদের পানি খাওয়ান এবং জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে যানবাহন না পেয়ে পুলিশ উদ্যোগী হয়ে বৃদ্ধ দম্পতিকে রিকশায় তুলে দেয়। 

পুলিশের এ কর্মকাণ্ড দেখে আশপাশের লোকজন মুগ্ধ হন। অনেকেই ইতিবাচক মন্তব্যও করেন।

ওসি আয়ান মাহমুদ দীপ রাইজিংবিডিকে বলেন, এটি মানবতার কাজ।  বাড়িতে আমাদেরও নিকট আত্মীয়-স্বজন বৃদ্ধ আছেন।  তারা দুজন নিশ্চয়ই কোনও জরুরি প্রয়োজনে বের হয়েছিলেন।


মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়