ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

আরও ৪ জেলার বি‌ভিন্ন রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আরও ৪ জেলার বি‌ভিন্ন রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

ক‌রোনাভাইরা‌সের সংক্রম‌ণ রো‌ধে দেশের আরও চার জেলার বি‌ভিন্ন রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা ক‌রে‌ছে সরকার।

জেলাগু‌লো হ‌লো- কক্সবাজার, খুলনা, মাগুরা ও হ‌বিগঞ্জ।

মঙ্গলবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ আদেশ জারি করা হ‌য়ে‌ছে।

কক্সবাজার জেলার মধ্যে কক্সবাজার সদর উপজেলাধীন কক্সবাজার পৌরসভা, টেকনাফ উপজেলাধীন টেকনাফ পৌরসভা; উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড; রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ী বাজার; পালংখালী ইউনিয়নের বালুখালি ও থাইংখালি বাজার।  এসব এলাকায় ২১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে। 

মাগুরা জেলার ঢাকা-ঝিনাইদহ ও মেহেরপুর মহাসড়ক সংলগ্ন মাগুরা পৌরসভাধীন একতা কাঁচাবাজার এবং ভাইনার মোড় দক্ষিণের ৪ নং ওয়ার্ডের খানপাড়া এবং পিটিআই পাড়া এলাকা ২১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে। 

খুলনা জেলার খুলনা সিটি করপেোরেশনের ১৭ ও ২৪ নং ওয়ার্ড,   রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন রেডজোন হিসাবে ২৫ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে। 

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে। 

সাধারণ ছুটি চলার সময়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।  সেগুলো হলো:

শুধুমাত্র লাল অঞ্চল এলাকায় বর্ণিত সময়ের জন্য সাধারণ ছুটি কার্যকর থাকবে।

লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনায় যান চলাচল/জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশের এসব এলাকাকে লাল অঞ্চল/রেড জোন ঘোষণা করায় উক্ত এলাকায় বর্ধিত সময়ের জন্য শর্তসাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  এতে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।


 

রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়