ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তসলিমার ‘নিষিদ্ধ’

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৯ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তসলিমার ‘নিষিদ্ধ’

তসলিমা নাসরিন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৯ জানুয়ারি : তসলিমা নাসরিনের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করছে আগামী প্রকাশনী।

বুধবার প্রকাশনা সংস্থাটির প্রকাশক ও প্রধান নির্বাহী ওসমান গণি এক মেইলে এ তথ্য জানিয়েছেন।

ওসমান গণি জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই সংবাদ সম্মেলন হবে। এতে উপমহাদেশের অন্যতম আপসহীন নারীবাদী লেখক তসলিমা নাসরিনের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হবে। একই সঙ্গে তসলিমার বই নিষিদ্ধ-এর মোড়ক উন্মোচনও করা হবে।

তসলিমার বই নিষিদ্ধ বিষয়ে ওসমান গণি রাইজিংবিডিকে বলেন, এবারের গ্রন্থমেলায় তসলিমার নাসরিনের এই একটি বই-ই প্রকাশিত হচ্ছে। এটি তার লেখা বিভিন্ন কলাম ও প্রবন্ধের সংকলন। বইটিতে তার কিছু নতুন লেখাও আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি মারুফ রসূল।

 

রাইজিংবিডি / রাশেদ শাওন / কে. শাহীন / ক.কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়