ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিষয়ক শাখার অতিরিক্ত সচিব  মো. জাহাঙ্গীর আলমকে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।  তিনি সচিবালয় ও মাঠ প্রশাসনে বিভিন্ন সক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বর্তমান অবস্থানের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া উইংয়ের যুগ্ম-সচিব হিসাবে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়