ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়লো

নির্বাচন কমিশনের লোগো

রাজনৈতিক দলের বিগত পঞ্জিকা বছর ২০১৯ এর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় আগামী ৩১ আগস্ট (সোমবার) পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সময় বাড়ানোর জন্য ইসির কাছে প্রস্তাবনা দিয়ে নথি উপস্থাপন করা হয়েছিল। নির্বাচন কমিশন করোনা মহামারির কথা বিবেচনায় নিয়ে তা অনুমোদন দিয়েছে।  

দু’একদিনের মধ্যেই দলগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

সময় বাড়ানোর আবেদন করা দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও গণফ্রন্ট।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে জমা দিতে হয়।  এবার ৩১ জুলাই ঈদের ছুটি ছিল। তাই আইন অনুযায়ী, ঈদের ছুটি শেষে গত ৩ আগস্ট প্রথম সরকারি কর্মদিবস ছিল হিসাব জমা দেওয়ার শেষ সময়। 

আরপিও অনুযায়ী, পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি।

ঢাকা/হাসিবুল/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়