ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারত’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২০  
‘ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারত’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত বলে আমাদের জানিয়েছে। আমাদের মধ‌্যে বোঝাপড়া হচ্ছে, ভারত এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশকে জানানো প্রয়োজন।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের আদেশ প্রত্যাহার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

তিনি বলেন, ‘গত বছরের মতো কোনো প্রকার আগাম বার্তা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। কথা ছিল—ভারত বাংলাদেশে অব্যাহতভাবে পেঁয়াজ রপ্তানি করবে। যদি এতে ব্যত্যয় ঘটে তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আগেই জানাবে। বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে আমাদের মধ‌্যে এ ধরনের সমঝোতা আছে।’

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা বন্ধ হয়। ওই দিন রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ভারতের বৈদেশিক বাণিজ্য আইনের তিন ধারা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে, পেঁয়াজের কুচি, পাউডার ও অন্য কোনো অবস্থায় পেঁয়াজ রপ্তানি অব্যাহত থাকবে। ভারতের  বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর বিষয়টি পরিষ্কার হয়।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়