ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরও শস্য গুদাম নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৫ নভেম্বর ২০২০  
আরও শস্য গুদাম নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতে সারা দেশে আরও শস্য গুদাম নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে এলজিইডির ৬৯ শস্য গুদামের মালিকানা কৃষি বিপণন অধিদপ্তরে হস্তান্তর ও ১০৬টি উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়। এতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতে সারা দেশে আরও শস্য গুদাম নির্মাণ করা হবে। একইসঙ্গে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণও সারা দেশে সম্প্রসারিত করা হবে। যাতে করে কৃষিকে আরও উন্নত করা যায়।’

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘কৃষি খাতকে আরও আধুনিকায়ন, গুণগত পরিবর্তন ও প্রযুক্তির বিকাশ ঘটাতে উপজেলা পর্যায়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত সঠিক। এর মাধ্যমে কৃষকেরা সারা বিশ্বে উদ্ভাবিত নতুন প্রযুক্তি, তথ্য-উপাত্তর বিষয়ে প্রশিক্ষণ পেয়ে কৃষি জ্ঞানে সমৃদ্ধ হবেন। আর এভাবেই কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

ঢাকা/আসাদ   

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়