RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১২ ১৪২৭ ||  ১০ জমাদিউস সানি ১৪৪২

ছাইয়ের মধ্যে গহনা খুঁজছিলেন মা ও মেয়ে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:০১, ২৪ নভেম্বর ২০২০
ছাইয়ের মধ্যে গহনা খুঁজছিলেন মা ও মেয়ে

ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  সে ছাইয়ের মধ্যে কিছু যেন খুঁজে বেড়াচ্ছিলেন এক নারী।  রাজধানীর সাততলা বস্তির মধ্য বয়সী এই নারীর নাম রাহেলা বেগম।

সোমবার (২৩ নভেম্বর) রাতের আগুনে পুড়ে গেছে তার ঘর ও মালামাল। জলে চোখ তার ছলছল। কান্না চেপে রাহেলা বলেন, আমার মেয়ের আর আমার স্বর্ণের কিছু গহনা ছিল, সেগুলি খুঁজছি। যদি কিছু পাওয়া যায় সেই আশায় ছাইগুলো সরিয়ে দেখছি।

রাহেলাকে গহনা খুঁজতে সাহায্য করছিলেন একই পরিবারের আরো কয়েকজন।

আগুনে সব পুড়ে যাওয়া অশ্রুসজল রাহেলা বেগম বলেন, যা ছিল সবই তো পুড়ে ছাই হয়ে গেছে, তার মধ্যেও যদি কিছু পাই।  জানি, কিছু পাবোনা। কারণ, পরনের কাপড় ছাড়া আর কিছুই নিয়েই বের হতে পারিনি।

মায়ের সঙ্গে খুঁজতে থাকা মেয়ে রহিমাও বললেন, আমাদের এখন কিছুই নেই। যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন সেই ছাইয়ের ভিতর খুঁজে দেখছি কিছু পাই কিনা।

ঢাকা/সাইফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়