ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশ বস্তু উদ্ধার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৭:৫৮, ১০ ডিসেম্বর ২০২০
শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশ বস্তু উদ্ধার 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমাসদৃশ বস্তু  উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দর থানার ওসি তদন্ত কায়কোবাদ কাজী রাইজিংবিডিকে বলেন, বিমান বাহিনীর নেতৃত্বে থার্ড টার্মিনাল এলাকায় মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির গভীর থেকে বোমাসদৃশ্য বস্তু দেখতে পান শ্রমিকরা। তবে তা বোমা না অন্যকিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি উদ্ধার করে বিমান বাহিনীর তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করার জন্য ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে।

রাতে শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান রাইজিংবিডিকে বলেন ,সকাল সাড়ে ৯ টার পর মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা।  এ সময় বোমা সাদৃশ্য সিলিন্ডারটির অস্তিত্ব দেখতে পান তারা। পরে বিমান বাহিনী ও বিমানবন্দরের প্রকৌশলীদের ঘটনাটি তারা তৎক্ষণাৎ জানান ।

ভেতরে বিস্ফোরক কিছু থাকতে পারে সেজন্য বিমানবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়ে আনা হয় ।তারা সঙ্গে সঙ্গে সতর্কতার সঙ্গে সিলিন্ডারটি তুলে নিয়ে যায় ।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়