ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা সংক্রমণ নেমেছে ৩ শতাংশে: স্বাস্থ‌্যমন্ত্রী 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২১
করোনা সংক্রমণ নেমেছে ৩ শতাংশে: স্বাস্থ‌্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ এখন ৩ শতাংশে নেমেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনে আনিত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্স অনুযায়ী আমরা করোনা ফেইজ আউট (মুখোমুখি) পর্যায়ে চলে আসছি। আমাদের এখন ৩ শতাংশ সংক্রমণের হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্সে বলে ৩ শতাংশের নিচে যখন আসতে থাকে তখন করোনা দেশ থেকে ফেজ আউট হয়ে যায়। কাজেই সেই পর্যায়ে চলে আসছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্লুমবার্গ করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশকে ২০তম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু’বার প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিঠি পাঠিয়েছে।’ 

করোনায় দেশে ৮ হাজার লোক মারা গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। পক্ষান্তরে ভারতে ১ লাখ ৬০ হাজার লোক মারা গেছে। যুক্তরাষ্ট্র এতো শক্তিশালী দেশ সেখানে সাড়ে ৪ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। যুক্তরাজ্যে ১ লাখের বেশি। প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের গাইড করছেন।’ 

ঢাকা/আসাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়