ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ত্রাণ সচিব 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২১
টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ত্রাণ সচিব 

টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

বর্তমা‌নে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নি‌চ্ছেন।

বৃহস্প‌তিবার (২৫ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন রাইজিংবিডিকে এতথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ত্রাণ সচিব মো. মোহসীন টিকা নিয়েছিলেন। করোনার লক্ষণ দেখা দেওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি তি‌নি নমুনা দেন, ১৯ ফেব্রুয়ারি তার ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এখনও তি‌নি সেখা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন ব‌লেও জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন।
 

নঈমুদ্দীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়