ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা সর্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ: শিল্পমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৪১, ৮ এপ্রিল ২০২১
মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা সর্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ: শিল্পমন্ত্রী

মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম সর্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নাধীন ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম- ৫ম পর্যায় প্রকল্পের ভূমিকা’ শীর্ষক কর্মঅধিবেশনে ভার্চুয়াল আলোচনায় শিল্পমন্ত্রী এ মন্তব‌্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে। শিশুদের মানসিক গঠনে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সার্বজনীন শিক্ষাব্যবস্থার অংশ হলো মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম। জাতির পিতা দেশ স্বাধীনতার পর সবার জন্য শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থা সাজিয়েছিলেন। তিনি প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে বেশি মূল্যায়ন করতেন।’

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়