ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা এখন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৫০, ১৫ এপ্রিল ২০২১
ঢাকা এখন ফাঁকা

চিরচেনা ঢাকা এখন ফাঁকা। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে নেই লোকজন। চলছে না গণপরিবহন। মাঝে মাঝে কোথাও দু-একটা রিকশা দেখা গেলেও নেই কোনো যাত্রী। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর মিরপুর ১, ২ ও ১০ নম্বর, শ্যামলী, কল্যাণপুর এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

মিরপুর এলাকার এক ব্যবসায়ী মালেক হোসেন বলেন, ‘প্রধান প্রধান সড়কগুলোর এমন চিত্র গত বছর করোনার সময় দেখেছি। এবারও করোনার কারণে লকডাউনে এমন দেখছি। করোনার কারণে মানুষের মাঝে আতঙ্ক। তাই জরুরি প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের হচ্ছে না।’

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়ে নেই কোনো পথচারীও নেই। দু’একটি ব‌্যক্তিগত গাড়ি ছাড়া চলছে না গণপরিবহন। তবে পুলিশ বাহিনীর সদস্যরা সক্রিয়। কাউকেই বিনা অপ্রোয়জনে বাসার বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। কেউ বের হলে তাদেরকে কারণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বের হলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাসায়।

মিরপুর ১ নম্বরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য মোহাম্মদ মাহাতাব হোসেন বলেন, ‘করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর লকডাউন চলছে। আমরা কাউকেই বিনা কাজে বাইরে ঘোরাঘুরি করতে দিচ্ছি না। যারা বের হচ্ছেন তাদের কাছে মুভমেন্ট পাশ দেখতে চাচ্ছি। মুভমেন্ট পাশ না থাকলে ফেরত পাঠিয়ে দিচ্ছি। আমরা চাই, সবাই সরকারের নির্দেশনা মেনে চলুক।’

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়