ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবরীর অবদান স্মরণীয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৭ এপ্রিল ২০২১  
‘রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবরীর অবদান স্মরণীয়’

সারাহ বেগম কবরী (ফাইল ফটো)

বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, সাবেক এমপি সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। 

শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, ‘বাংলা চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান স্মরণীয়। এই মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ 

আমির হোসেন আমু মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৫ এপ্রিল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে হঠাৎ করে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন সারাহ বেগম কবরী। পারিবারিক চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

## সারাহ বেগম কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

## কবরী এখন শুধুই স্মৃতি: উজ্জল

## ‘কবরী আপা স্বর্ণমুকুট হয়ে থাকবেন চিরজীবন’

## অভিভাবক হারানোর শোক অনুভব করছি: শাকিব খান

ঢাকা/পারভেজ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়