Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৫ জুন ২০২১ ||  আষাঢ় ১ ১৪২৮ ||  ০৩ জিলক্বদ ১৪৪২

উচ্চতর গ্রেড পাচ্ছেন ৯৫৪ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৭ মে ২০২১  
উচ্চতর গ্রেড পাচ্ছেন ৯৫৪ শিক্ষক-কর্মচারী

উচ্চতর গ্রেড পাচ্ছেন স্কুল ও কলেজের ৯৫৪ জন শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে স্কুলের ৬৭১ জন এবং কলেজের ২৮৩ জন।

সোমবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির ভার্চুয়াল সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভা সূত্রে জনা যায়, স্কুলের ৬৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪০ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪২ জন, কুমিল্লার ২২ জন, ঢাকা অঞ্চলের ১৩৮ জন, খুলনা অঞ্চলের ৭৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৬৫, রাজশাহীর ১০৭ জন, রংপুরের ১৩৭ জন এবং সিলেট অঞ্চলের ৪৬ জন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ২৮৩ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫২ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৬ জন, কুমিল্লার ৪৫ জন, ঢাকা অঞ্চলের ৪৪ জন, খুলনা অঞ্চলের ২৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৩ জন, রাজশাহী অঞ্চলের ৮ জন, রংপুর অঞ্চলের ২৯ জন এবং সিলেট অঞ্চলের ৮ জন।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়