ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১০ আগস্ট ২০২১  
বুধবার চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

মহামারি করোনার কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। 

চালু হওয়ার পর পরবর্তী ঘোষণা পর্যন্ত ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো। 

আরো পড়ুন:

মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লকডাউন বা বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে পুনরায় চালু হবে। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। 

আবেদনকারীদের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টারে (আইভেক) আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

এর আগে, গত ১ জুলাই থেকে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে সব ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়।  প্রায় এক মাস ১০দিন পর আবার ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে।  

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

উল্লেখ্য, ভিসা সেন্টারের মাধ্যমে বিজনেস, কনফারেন্স, কূটনৈতিক, চাকরি, জরুরি, এন্ট্রি, সাংবাদিক, মেডিক্যাল, মিশনারি, দুই মাসের মধ্যে পুনঃপ্রবেশ, গবেষণা, শিক্ষার্থী, পর্যটক ও ট্রানজিট ভিসা দেয় ভারত।

ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি  নাগরিক ভ্রমণ, চিকিৎসাসহ বিভিন্ন কারণে দেশটিতে যায়। 

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়