ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিলো ইউনিলিভার

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১০ আগস্ট ২০২১  
শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিলো ইউনিলিভার

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৭ কোটি ১৮ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে চেক হস্তান্তর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সচিব রাশেদুল কাইয়ূম, করপোরেট অ‌্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার এবং ইউনিলিভার কনজ্যুমান কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ‌্যাফেয়ার্সের প্রধান মোহাম্মদ নাহারুল মোল্লা।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি/প্রতিষ্ঠানের বার্ষিক মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হয়। এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে ২০৭টি কোম্পানি/প্রতিষ্ঠান এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিচ্ছে। ১০ আগস্ট পর্যন্ত এ তহবিলে ৫৬৫ কোটি টাকার বেশি জমা হয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে ক্ষতিপূরণ; আহত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) বেগম সাকিউন নাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ৫৫ বছরেরও বেশি সময় ধরে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) বাংলাদেশে ইউনিলিভারের নতুন ব্যবসা প্রতিষ্ঠান।

ঢাকা/আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়