ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আফগানদের ঠাঁই দেওয়ার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১৭:২০, ১৭ আগস্ট ২০২১
আফগানদের ঠাঁই দেওয়ার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সে দেশের নাগরিকদের বাংলাদেশে ঠাঁই দিতে যুক্তরাষ্ট্র যে অনুরোধ করেছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘আমরা এটাকে দুভাবে দেখছি। একটা হচ্ছে, ইতিবাচক। আমাদের ওপর আমেরিকান প্রশাসনের যথেষ্ট আস্থা আছে। তারা আমাদের মূল্যায়ন করে। এ কারণে তারা আমাদের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমাদের দেশে কাউকে নেওয়ার মতো অবস্থা নেই। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা তাদের এটা বলেছি। তারা (যুক্তরাষ্ট্র) যে আমাদের অনুরোধ করেছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমাদের সামর্থ নেই তাদের অনুরোধ রাখার। সামর্থ থাকলে অবশ্যই অনুরোধ রাখতাম।’

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ আগস্ট) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল দেশের শান্তি ও সমৃদ্ধি। তিনি শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার সেই আদর্শ মেনেই দেশ পরিচালনা করছেন।’

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফিরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছে। এ দুইজনসহ বাকি সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করছে সরকার।’

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আমির হোসেন আমু এবং বঙ্গবন্ধু সরকারের উপমন্ত্রী নাফিয়া আখতার ডলি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। 

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়