ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মশা নিধনে কীটনাশক আমদানিতে শুল্ক কমানোর সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ২৯ আগস্ট ২০২১  
মশা নিধনে কীটনাশক আমদানিতে শুল্ক কমানোর সুপারিশ

মশা নিধনের জন‌্য কীটনাশক আমদানিতে শুল্ক হার কমানোর সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা।

কমিটির সভাপতির বিশেষ অনুরোধে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বৈঠকে যোগ দেন।                        

বৈঠকে মশা নিধনে দুই সিটি করপোরেশনের নেওয়া পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে মেজর (অব.) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস‌্যের সাব-কমিটি গঠন করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আইএমইডি সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব), পরিকল্পনা কমিশনের সদস্য, শিল্প ও শক্তি বিভাগের সদস্যসহ মন্ত্রণালয়, সিটি করপোরেশন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়