ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিভিন্ন সেনানিবাসে করোনা ভ্যাকসিন পরিবহনে আর্মি এভিয়েশন গ্রুপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২১  
বিভিন্ন সেনানিবাসে করোনা ভ্যাকসিন পরিবহনে আর্মি এভিয়েশন গ্রুপ

বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ সামরিক হেলিকপ্টারযোগে দেশের বিভিন্ন সেনানিবাসে ৭৩ হাজার ৮০০ অ্যাম্পুল করোনা ভ্যাকসিন পরিবহন করেছে। বন্ধুপ্রতীম দেশ চীনের কাছ থেকে এই টিকা পেয়েছিল বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ এবং ১৪ সেপ্টেম্বর দুই দফায় দেশের বিভিন্ন সেনানিবাসে এসব ভ্যাকসিন পরিবহন করা হয়।

হেলিকপ্টারযোগে পাবর্ত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় অবস্থিত দীঘিনালা, রুমা, খাগড়াছড়ি, আলিকদম ও বান্দরবান সেনানিবাসে দ্রুততম উপায়ে ভ্যাকসিন পরিবহন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে করে সেনাবাহিনীতে কর্মরত সকল সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের টিকাদান কর্মসূচি ত্বরান্বিত হবে যা সার্বিকভাবে জাতীয় টিকাদান কর্মসূচিতে সম্পূরক ভূমিকা রাখবে বলে আইএসপিআর জানিয়েছে।

ঢাকা/হাসান/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়