ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২১
বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

রাজধানীর বনানীর সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। জনি (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাভার্ডভ্যান একটি ছোট পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপভ্যানের থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যালে নিলে ভোর সাড়ে ৫টার দিকে ইসমাইল হোসেন মারা যান।

আহত জনি বলেন, ‘আমরা দুজন দোলাইখালের মোটর পার্টস এর একটি দোকানে কাজ করি। দুজন মিলে পিকআপভ্যানের পেছনে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম। বনানী সেতু ভবনের সামনে যাওয়া মাত্রই পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এতেই আমরা দুজনই আহত হই।’

তিনি জানান, ইসমাইলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। তার বাবার নাম আব্দুল জলিল। ইসমাইলের দুটি ছেলে আছে।  

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়