ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০১:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২১
ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি

ধর্মঘট প্রত্যাহার করেছেন দেশের ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা। চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার ধর্মঘটে ছিলেন ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার মালিক ও শ্রমিকরা। 

এই ধর্মঘটের পরিস্থিতির অবসান হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের বৈঠক শেষে। 

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। এতে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহনকারী মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের ১৮ জন অংশ নেন।

দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা এই ধর্মঘট প্রত্যাহার করে নেন। বৈঠকে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মকবুল আহমদ ও মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির এবং মহাসচিব ওয়াজি উল্লাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। 

ঢাকা/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়