ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বৈঠকে বসলে ভুলে যাই আমি বাণিজ্যমন্ত্রী না ব্যবসায়ী’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৭ অক্টোবর ২০২১  
‘বৈঠকে বসলে ভুলে যাই আমি বাণিজ্যমন্ত্রী না ব্যবসায়ী’

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। ফাইল ছবি

টানা কয়েক দশক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে মন্ত্রী হয়েছেন টিপু মুন্সী। এখন দাপ্তরিক কাজে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসলে ভুলে যান, তিনি কী বাণিজ্যমন্ত্রী না ব্যবসায়ী।

রোববার (১৭ অক্টোবর) মতিঝিল ঢাকা চেম্বার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, যদিও আমি বাণিজ্যমন্ত্রী তার পরেও প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। ব্যবসায়ীদের সঙ্গে যখন বসি, কখনো ভুলে যাই আমি বাণিজ্যমন্ত্রী না ব্যবসায়ী। এ রকম একটা মনে জাগে। যাই হোক আজকে আমরা দুই পক্ষ একে অপরের সঙ্গে একাকার হয়ে গেছি।

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়