ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সয়াবিন তেলে ১০ ও ডালে ৫ টাকা বাড়ালো টিসিবি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২ নভেম্বর ২০২১   আপডেট: ২০:০০, ২ নভেম্বর ২০২১
সয়াবিন তেলে ১০ ও ডালে ৫ টাকা বাড়ালো টিসিবি

ফাইল ছবি

বুধবার (৩ নভেম্বর) থেকে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা মূল্য বৃদ্ধি করে ১১০ এবং মসুর ডালে ৫ টাকা বৃদ্ধি করে ৫৫ টাকায় খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে সরকারি বিভিন্ন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

চিনির দাম আগের মত ৫৫ এবং পেঁয়াজের দাম ৩০ টাকা অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবির সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়েছে, বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে বুধবার। 

সূত্র জানিয়েছে- দেশব্যাপী মহানগরী, জেলা ও উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। যা শুক্রবার ছুটির দিন ব্যতীত আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

ঢাকা/শিশির/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়