ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৬ নভেম্বর ২০২১  
দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা

তেলের বাড়তি দাম প্রত্যাহার, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে বাড়তি টোল প্রত্যাহারের দাবি না মানা পর্যন্ত চলমান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা এসব দাবি জানান মন্ত্রীর কাছে। বৈঠক শেষে মালিক সমিতির নেতারা জানান, দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। 

এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মনির বলেন, ‘তেলের দাম প্রত্যাহার, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুতে বাড়তি টোল প্রত্যাহারের দাবি জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এছাড়া, মন্ত্রীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদা আদায় বন্ধসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, ‘তেলের দাম প্রত্যাহারের দাবিতে দেওয়া ধর্মঘট অব্যাহত থাকবে। একইসঙ্গে দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।’ 

ট্রাক শ্রমিক-মালিক প্রতিনিধিদের সরকারপ্রধানের সিদ্ধান্ত জানানোর জন্য আজ সন্ধ্যায় আবারও ডাকা হতে পারে বলেও জানান তিনি। 

আবদুল মোতালেব বলেন, ‘যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যেকোনো সময় মন্ত্রী আমাদের ডাকতে পারেন, আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কী সিদ্ধান্ত দেন— সেটি জানানোর জন্য।’

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ‌্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভংকর ঘোষ রাকেশ বলেন, ‘এখন পর্যন্ত বাড়তি তেলের দাম কিংবা ভাড়া বাড়ানোর দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি সরকারের পক্ষ থেকে। আমরা সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি, তার ওপর ভিত্তি করে পরবর্তী করনীয় ঠিক করা হবে।’

আরও পড়ুন: ফাঁকা মহাসড়ক, ট্রেনের অপেক্ষায় হাজারও যাত্রী  

কর্মস্থলমুখী মানুষের ভরসা সিএনজি অটোরিকশা, ভাড়া তিনগুণ

ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

রোববার পর্যন্ত পরিবহন ধর্মঘট

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়